শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে: সাবেক প্রেসিডেন্ট, স্বাধীন বাংলার রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাসও বটে। সেদিন বিভক্ত বাঙালী জাতি তার ডাকে এক কাতারে শামিল হয়ে দেশ গড়ার কাজে অংশ নিয়েছিল। তার কাছে ছিলনা কোন ভেদাভেদ। সকলের মাঝে সাম্যের রাজনৈতিক, চিন্তাধারা প্রতিষ্ঠার জনক হচ্ছেন শহীদ জিয়া।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরের রাজধানী রেষ্টুরেণ্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে তরুণ প্রজন্মদল মালয়েশিয়া শাখা। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করা হয়।
তরুন প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিলকীর সঞ্চালনায় মাওলানা মহিউদ্দিনের কোরআন তেলওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি শহীদ উল্লাহ শহীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ড. এম কে রহমান আরিফ, সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মাজু দেলোয়ার, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক খলিল মাতব্বর।
এ সময় প্রধান শহীদুল্লা শহীদ বলেন, একজন প্রকৃত নেতার মধ্যে অনেক গুণাবলী থাকা আবশ্যক। তার মধ্যে দেশপ্রেম ও সততা অন্যতম। সততা ও দেশপ্রেমের কারণেই শহীদ জিয়া আমাদের প্রিয় নেতা ও জনপ্রিয় ব্যক্তিত্ব। আমাদের বিশ্বাস, জিয়াউর রহমানের যে কট্টর সমালোচক, সেও জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেম নিয়ে কটূক্তি করতে পারবে না। সততা ও দেশপ্রেমের প্রশ্নে আপসহীন এই মহান নেতা দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় অবস্থান করে নিয়েছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সালাউদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকনাম ছিল কমল। কমল অর্থ পদ্ম। পদ্মের মতোই তিনি ছিলেন বিকশিত। জিয়াউর রহমান ৭৫’র পূর্ববর্তী সময়ের ব্যর্থ রাষ্ট্রকে আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করতে গিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শহীদ হয়েছিলেন।
ড. এম. কে রহমান আরিফ বলেন, প্রতিহিংসাপরায়ণ আওয়ামী লীগ সরকার জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে দিতে নানা অপকর্ম চালাচ্ছে। কিন্তু তাদের সে স্বপ্ন কখনও পূরণ হবে না। কারণ বাংলার মানুষের হৃদয় জুড়ে আছে শহীদ জিয়াউর রহমান।
সোহেল রানা মিলকী বলেন, শেখ মুজিবুর রহমান গণতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন কিন্তু জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র, মুক্ত স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। এ সময় তিনি আরো বলেন, জিয়াউর রহমানের আদর্শে বলীয়ান হয়ে জনগণের স্বাধীনতার শান্তি ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যেতে হবে।
তরুন প্রজন্মদল, মালয়েশিয়া শাখার সহ-সভাপতি সাজ্জাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ছোটন ভূইয়া, যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী তরুন প্রজন্মদল, মাসুদ রানা শিক্ষা বিষয়ক সম্পাদক, তরুন প্রজন্মদল, সোবাং জায়া বি এন পির সাধারন সম্পাদক জহির, টুটুল এবং হারুন, সিমুনিয়া বি এন পির সভাপতি ফারুক এবং সাধারন সম্পাদক জাকির, বুকিত বিনতাং তরুন প্রজন্মদলের সভাপতি আলমগীর সহ সওকত, শহীন আরও অসংখ্য নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
২০ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/প্রতিনিধি/এইচএস/কেএস