প্রবাস ডেস্ক : সন্ত্রাসবাদী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ২৭ বাংলাদেশিকে বহিষ্কার করে দেশে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর সরকার।
দেশটির কর্মকর্তারা বলছেন, তবে এ হামলার লক্ষ্য সিঙ্গাপুর ছিল না, অন্য কোনো রাষ্ট্রে এ হামলার পরিকল্পনা করা হচ্ছিল। তবে সেটি কোন দেশ সে সম্পর্কে কর্তৃপক্ষ কোনো কথা বলছে না।
এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য এখনো জানা সম্ভব হয়নি।
এ খবর দিয়েছে বিবিসি।
সিঙ্গাপুর থেকে এ সংবাদদাতা জানাচ্ছেন, পুলিশ আরো একজন বাংলাদেশিকে আটক করে জেলে পাঠিয়েছে। বহিষ্কৃতরা নির্মাণ শিল্পে কাজ করতেন।
সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস সংবাদপত্র খবর দিচ্ছে, এসব বাংলাদেশিকে নভেম্বরের ১৬ থেকে ১ ডিসেম্বরের মধ্যে আটক করা হয়।
খবরে বলা হয়েছে, আটক ব্যক্তিরা একটি জিহাদি গোষ্ঠীর সদস্য ছিলেন এবং তারা আল কায়দা এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রতি অনুগত।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই পত্রিকার খবরে বলা হয়েছে, আটক ২৭ জন বাংলাদেশি একটি গোপন ইসলামী শিক্ষা সার্কেলের সদস্য ছিলেন।
এরা আমেরিকান ইয়েমেনি ইসলামী নেতা আনওয়ার আল-আওলাকির মতাদর্শের অনুসারী।
বাদবাকি একজন এ দলের সদস্য না হলেও গ্রেফতারির খবর শুনে সিঙ্গাপুর থেকে অবৈধ পথে পালানোর চেষ্টা করেন এবং পুলিশের হাতে ধরা পড়েন।
২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম