বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৮:১৯

আটক ২৭ বাংলাদেশির তথ্য প্রকাশ করল সিঙ্গাপুর

আটক ২৭ বাংলাদেশির তথ্য প্রকাশ করল সিঙ্গাপুর

প্রবাস ডেস্ক : জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটক ২৭ বাংলাদেশির তথ্য প্রকাশ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।  আজ বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে।  খবর : এএফপি/বিবিসি

বিবৃতিতে বলা হয়, গত বছরের ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে ২৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।  তাদের মধ্যে এরই মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।  অন্যজন সিঙ্গাপুরের কারাগারে রয়েছেন।

জঙ্গি-সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হবে, জানতে পেরে ওই ব্যক্তি সিঙ্গাপুর থেকে পালানোর চেষ্টা করেছিলেন।  তাই তাকে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে।  সাজার মেয়াদ শেষ হলে তাকেও বাংলাদেশে পাঠানো হবে।

বিবৃতিতে বলা হয়, আটক বাংলাদেশিরা সিঙ্গাপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।  আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দা ও ইরাক-সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শকে সমর্থন করে সপ্তাহে একবার বৈঠকে মিলিত হতেন তারা।

 বৈঠকে তারা সশস্ত্র জিহাদ নিয়ে আলোচনা করতেন।  দেশে ফিরে কীভাবে সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করতেন তারা।  বৈঠক ছাড়াও বাংলাদেশে জঙ্গি তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট লোকজনের কাছে অর্থ পাঠাতেন তারা।

অবশ্য আটক ব্যক্তিরা সিঙ্গাপুরে কোনো হামলার পরিকল্পনা করেননি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।  সন্ত্রাসের সমর্থনে যেকোনো ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে সিঙ্গাপুর সরকার খুব তৎপর।  সিঙ্গাপুরে অন্য দেশের নাগরিকরা হচ্ছেন অতিথি।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মাহ্বুব উজ-জামান বিবিসি বাংলাকে বলেন যে, বহিষ্কৃতরা বেশকিছু দিন ধরে সিঙ্গাপুরের নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ছিলেন।  এদের আটক করার পর বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে সিঙ্গাপুর সরকার তাদের সাথে যোগাযোগ করে।  দেশে ফেরার পর এদের একাংশকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

সিঙ্গাপুরের কর্মকর্তারা বলেন, এ হামলার লক্ষ্য সিঙ্গাপুর ছিল না, অন্য কোনো রাষ্ট্রে এ হামলার পরিকল্পনা করা হচ্ছিল।  কিন্তু সেটি কোন দেশ সে সম্পর্কে কর্তৃপক্ষ কোনো কথা বলছে না।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কর্তৃপক্ষের নজর এড়িয়ে গোপনে তারা জিহাদি উপকরণ সরবরাহ করতো এবং সাপ্তাহিক বৈঠকে মুসলমানদের নিয়ে জিহাদ চালানোর ব্যাপারে কথা বলতো।

মন্ত্রণালয় বলেছে, দলের সদস্য সংখ্যা বাড়াতে তারা সচেতনভাবে বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করতো।  দলে অন্তর্ভুক্ত হওয়া অনেকেই মনে করতো ধর্মের জন্য তাদের সশস্ত্র জিহাদে অংশ নেয়া উচিত।  তাদের অনেকেই যুদ্ধে অংশ নেয়ার জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা করতো।

তারা শিয়া মতাবলম্বী মুসলমানদের পথভ্রষ্ট আখ্যা দিয়ে তাদের হত্যাকারীদের সমর্থন করতো।  কিছু ইসলামী দল এবং তাদের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় বাংলাদেশ সরকারের উপরও তাদের ঘৃণা ছিল।

সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস সংবাদপত্র খবরে বলা হচ্ছে, এসব বাংলাদেশিকে নভেম্বরের ১৬ থেকে ১ ডিসেম্বরের মধ্যে আটক করা হয়।  আটক ব্যক্তিরা আল কায়দা এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর প্রতি অনুগত।

এরা আমেরিকান ইয়েমেনি ইসলামী নেতা আনওয়ার আল-আওলাকির মতাদর্শের অনুসারী।
 ২০ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে