শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ১২:১৬:০৩

সড়ক দুর্ঘটনায় সৌদিতে দুই ভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু

সড়ক দুর্ঘটনায় সৌদিতে দুই ভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু

প্রবাস ডেস্ক: সৌদি আরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে কুমিল্লার মনোহরগঞ্জের দুই ভাইসহ তিন যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে দেশটির আল কাসিম শহরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।  

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরন।  

নিহতরা হলেন- ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের খলিফা বাড়ির আবুল কাশেমের ছেলে মো. ফারুক হোসেন (২৫) ও মো. পারভেজ হোসেন (২০) এবং একই বাড়ির আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাশেসের ছোট ভাই সুমন মিয়া (৩৫) ও ভাগিনা রুবেল হোসেন (২০)। তাদেরকে সেখানকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

নিহতদের পরিবারের বরাতে চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরন বলেন, তিন বছর আগে ফারুক সৌদি আরব যান। মাস তিনেক আগে তার ছোট ভাই পারভেজকেও নিয়ে যান। সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে পাড়ি জমান। 

বৃহস্পতিবার দুপুরে তারা পাঁচজন বাজার করতে আল কাসিম শহরের উদ্দেশে প্রাইভেটকার নিয়ে বের হন। সেখানে পৌঁছার আগে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান তিনজন। 

বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার চায় তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে। এজন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, আমরা ঘটনা শুনেছি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের আইনি সহায়তা আমরা করবো।

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, মরদেহ দেশে আনতে পরিবার দুটিকে সবরকমের সহযোগিতা করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে