প্রবাস ডেস্ক : জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গত তিন দিন আগে ২৬ বাংলাদেশি শ্রমিককে গ্রেফতার করে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত পাঠালেন সিঙ্গাপুর সরকা। এই ঘটনার পর থেকে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি শ্রমিকেরা খুবই লজ্জা এবং চাকরি হারানোর ভয়ের মধ্যে দিন যাপন করছেন।
এ ধরনের ঘটনা আসলে কারোই কাম্যনয়। তাই এ ঘটনাকে একটি কলঙ্ক জনক অধ্যায় হিসেবে দেখছেন সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি প্রমিকেরা। জানা যায়, সে দেশের নাগরিকরা বাংলাদেশিদের ব্যাপারে খুবই সতর্ক থাকছেন এবং তাদের সন্দেহের দৃষ্টিতে দেখছেন।
সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ২৬ স্বদেশীর ‘জঙ্গি সংশ্লিষ্টতা’ নিয়ে বিব্রত হওয়ার পাশাপাশি উদ্বেগও প্রকাশ করছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা।
তারা বলছেন, দেশে জঙ্গিবাদী তৎপরতা নিয়ে তারা চিন্তিত থাকলেও প্রবাসে বসে বাংলাদেশিরা এই কাজ করবে, তা ভাবতে পারেননি।
“সিঙ্গাপুর খুবই নিরাপদ এবং আমরা একে এরকমই দেখতে চাই। আশা করব, সিঙ্গাপুরবাসী আমাদের সবাইকে সন্ত্রাসী হিসেবে দেখবে না,” এক ধরনের শঙ্কা নিয়েই বলছেন প্রবাসী নির্মাণ শ্রমিক মো. নুরুজ্জামান (৩২)।
তবে মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় আছে দেশটিতে নিম্ন পর্যায়ে কাজ করার জন্য যেসব শ্রমিকরা গিয়েছেন। যাদেরকে এক নামে বলা হয় ‘ব্লু-কলার’ শ্রমিক। এরা প্রধানত ভবন নির্মাণ কাজ এবং নৌ খাতের কাজ করে থাকেন।
কেবল নির্মাণ খাতই নয়, বাংলাদেশি প্রবাসীরা দেশটির ‘ক্লিনিং সেক্টরে’ও কাজ করে থাকেন। সেখানেও তাদের চাহিদা ‘সহজে বন্ধ হবে না’ বলে জানান রামকি ক্লিনটেক সার্ভিসের পরিচালক মিল্টন এনজি।
সিঙ্গাপুরে বর্তমানে ১ লাখ ৬০ হাজারেরও বেশি বাংলাদেশি আছেন বলে জানিয়েছেন দেশটিতে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব-উজ-জামান।
স্বল্প বেতনের বাংলাদেশি শ্রমিকদের চাহিদা এখানে সব সময়ই বেশি বলেও মন্তব্য করেছেন তিনি।
“২০১৫-র জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৫ হাজারেরও বেশি বাংলাদেশি এসেছেন, যা আসলে বাংলাদেশিদের জন্য নির্ধারিত কোটার চাইতেও অনেক বেশি।
“এটি সম্ভব হয়েছে কারণ স্বল্প বেতনের চাকরির ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা এখানে খুব বেশি। বিশেষ করে এখানকার জাহাজ ও নির্মাণ শিল্পে বাংলাদেশি শ্রমিকের চাহিদা রয়েছে সব সময়।”
বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যে হামলার পরিকল্পনার অভিযোগে গত দুই মাসে ২৭ বাংলাদেশি শ্রমিককে গ্রেপ্তার করে সিঙ্গাপুরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদের মধ্যে একজন ব্যতিত বাকি ২৬ জনকে বুধবার দেশে ফেরত পাঠায় সিঙ্গাপুর সরকার।
সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘সিঙ্গাপুর বাংলাদেশি সোসাইটি’র মুখ্যপাত্র জানা যায়, তারা এ ব্যাপারে বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে নির্মাণ শ্রমিকদের মধ্যে তারা সচেতনতা সৃষ্টির কাজ করছেন। বাংলাদেশি হাই কমিশনারের সাথে কথা বলার ব্যাপারেও ভাবছে সংগঠনটি।
২২ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই