প্রবাস ডেস্ক: ফের লিওনেল মেসিকে নিয়ে পোস্ট সাহিত্যিক তসলিমা নাসরিনের। এর আগে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার তৃতীয় ম্যাচে মেসি পেনাল্টি মিস করার পর তাকে দাবি করতে দেখা গিয়েছিল, ওই পেনাল্টি তিনিও মিস করতেন না। যা নিয়ে শোরগোল নেট ভুবনে।
এবার লেখিকার নতুন খোঁচা এলএম১০কে। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের সেমিফাইনালে উড়িয়ে দিয়েছে লাতিন আমেরিকার দেশটি। আর সেই ম্যাচে পেনাল্টিতে গোল করেছিলেন মেসি। যা নিয়ে তসলিমার মন্তব্য, ‘পেনাল্টি গোল খুব কৃতিত্বের নয়।’ স্বাভাবিক ভাবেই, জনপ্রিয় সাহিত্যিকের এহেন মন্তব্য ঘিরেও চর্চা জারি সোশ্যাল মিডিয়ায়।
তসলিমা তাঁর ফেসবুকে পোস্ট করেছিলেন, ‘মেসি আজ ভালো খেলেছেন। তৃতীয় গোলটা মেক করে দেওয়া তো দেখার মতো। মেসির মুখে হাসিও ফুটেছে আজ ভালো। কোলেও চড়েছেন অনেকের। এসব দৃশ্য তো চমৎকার।’ মেসির খেলার প্রশংসা করার পাশাপাশি তাঁর ‘কোলে চড়ার’ প্রসঙ্গ তোলার মধ্যে অনেকেই প্রচ্ছন্ন কটাক্ষ খুঁজে পেয়েছেন।
এরপর এক নেটিজেন তাঁকে মনে করিয়ে দেন মেসির পেনাল্টি কিকের কথা। তখন তাকে তসলিমা লেখেন, ‘পেনাল্টি গোল খুব কৃতিত্বের নয়। পারাটা স্বাভাবিক, না পারাটা অস্বাভাবিক। ওই গোলটা ধরছি না।’ কাতার বিশ্বকাপ একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। গত মাসখানেক সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের দোকান সর্বত্র আলোচনা তুঙ্গে।
এর মধ্যে রেফারিদের সিদ্ধান্ত থেকে প্রযুক্তির বাড়াবাড়ি, নানা বিষয়ে বিতর্ক হয়েছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার পেনাল্টি নিয়েও বিতর্ক হয়েছে। কিন্তু অনেকেই মনে করছেন, এই পেনাল্টি নিয়ে বিতর্কের অবকাশ নেই। রেফারি যা নিয়ম মেনেই করেছেন। তসলিমা অবশ্য প্রশ্ন তুলে দিয়েছেন পেনাল্টি গোলের ‘কৃতিত্ব’ নিয়েই।
যা মনে করিয়ে দিচ্ছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মন্তব্যকে। বিশ্ব ফুটবলের সম্রাট বলেছিলেন, ‘পেনাল্টি হল গোল করার কাপুরুষোচিত উপায়।’ এই বিতর্ক আজকের নয়। সেই বিতর্ককেও উসকে দিলেন তসলিমা। তবে পাশাপাশি মেসির গোল করানোর প্রশংসাও করেছেন তিনি।