মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৩:৫৭:৫৫

বাংলাদেশি তরুণী নাঈমার অনন্য কৃতিত্ব

বাংলাদেশি তরুণী নাঈমার অনন্য কৃতিত্ব

প্রবাস ডেস্ক : ওমানের রাজধানী মুস্কাতে অর্থনীতি ও হিসাববিজ্ঞান বিষয়ে দুই শিক্ষার্থী অ্যাডেক্সেল কাউন্ট্রি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ স্কুল মুস্কাতের (বিএসএম) এ দুই শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (অ্যাম্বাসেডর অ্যান্ড চিফ অব প্রটোকল) সৈয়দ মুহাম্মদ বিন সেলিম বিন আলি আল সাইদ।

বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। সোমবার টাইমস অব ওমানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৪-১৫ সেশনে বিএসএম থেকে ওমানসেরা হওয়া দুই শিক্ষার্থীর নাম নাঈমা জাহান ও আরফাদুল আলম কয়েস। নাঈমা অর্থনীতিতে জিসিই-এএস লেভেলে এবং কয়েস হিসাববিজ্ঞানে আইজিসিই-ও লেভেলে ওমানসেরা হয়েছেন।

এক্সসেল কর্তৃপক্ষের প্রকাশিত র‌্যাঙ্কিং থেকে জানা যায়, এ দুজন ছাড়াও একই শিক্ষাপ্রতিষ্ঠানের (বিএসএম) শিক্ষার্থী সাইদুল ইসলাম বাংলা ভাষায় অ্যাডেক্সেলের আইজিসিএসই-ও লেভেলে বিশ্বে শীর্ষ দশের মধ্যে দ্বিতীয় হয়েছেন।

এছাড়া বিশ্ব র‌্যাঙ্কিংয়ে কৃতিত্ব দেখিয়েছেন আসিফ মুহাম্মদ পারভেজ (চতুর্থ), পুজিতা রায় (পঞ্চম), শাহ মোঃ তালহা তানভির রহমান (ষষ্ঠ), মীম ও জিনিয়া (সপ্তম), সাদিয়া নুজহাত খান (নবম) ও পুষ্পা রানী। কৃতিত্বের জন্য মেধাবী এ শিক্ষার্থীদের অ্যাডেক্সেল কর্তৃপক্ষও পুরস্কৃত করেছে।

ওমানসেরা হওয়ায় নাঈমা সৃষ্টিকর্তা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও     ধন্যবাদ জানিয়েছেন। তবে বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান না পাওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেন তিনি।

নাঈমা বলেন, কেবল সালতানাতে (ওমান) সেরা হওয়াটাই যথেষ্ট নয়, আমি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে প্রথম হতে চাই। মুস্কাতে বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান ইফতেখারুল হাসান চৌধুরী এ অর্জনের জন্য পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে কঠোর পরিশ্রম করা শিক্ষকদেরও ধন্যবাদ জানান তিনি। ওমানসেরা শিক্ষার্থী কয়েসের বাবা মোহাম্মদ আলম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহু আন্তর্জাতিক শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে আমার ছেলে ওমানে প্রথম হয়েছে। এর চেয়ে ভালো একজন বাবার কাছে আর কি হতে পারে? আমি আমার ছেলেকে নিয়ে গর্বিত। ব্রিটিশ রীতিতে পরিচালিত অ্যাডেক্সেলের বাংলা ভার্সনে তারা এ কৃতিত্ব অর্জন করেন।
২৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে