শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুবাষিকী উপলক্ষে মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী তরুন প্রজন্মদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিলকীর উপস্থাপনায় এবং হাফেজ আঃ ওয়াকিল এর কোরআান তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রবিবার বিকেল ৫টায় মালয়েশিয়ার হোটেল সলিলের বলরুমে অনুষ্টিত আলোচনা সভায় আরাফাত রহমান কোকোর কর্মজীবন নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেডিট পার্টি, (এন ডি পি)র চেয়ারম্যান, আলহাজ্ব খন্দকার গোলাম মোর্ত্তজা।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, মালয়েশিয়া বিএনপির সভাপতি মো: শহীদুল্লাহ শহীদ। এসময় তিনি বলেন, কোকোর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে। কোকোর হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে কেন্দ্রীয় নেতেৃবৃন্দের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিএনপিতে আবারও সুবিধাবাদী দালালরা তৎপর হয়ে উঠেছে। এসব দালালদের চিহ্নিত করে দলটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সালাহ উদ্দিন বলেন, ক্রিকেটপ্রেমী হিসেবে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে এ ক্রিকেটপ্রেমী ছুটে বেড়িয়েছিলেন শহর থেকে গ্রামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে ২০০৩ সালে কাজ শুরু করেছিলেন তিনি। সেই সাথে বিসিবির একজন সদস্যও ছিলেন তিনি। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে ক্রিকেটের উন্নয়নের জন্য যে কর্মসূচি শুরু করেছিলেন বর্তমানে তার সুফল পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।
সমাপণী বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মালয়েশিয়া শাখার সভাপতি মাজু দেলোয়ার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারন সম্পাদক শাহজাহান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সওকত সরদার, পোর্টকেলাং পানসাপুরী বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম, সিমুনিয়া বিএন পির যুগ্ম সম্পাদক এ এস এম তাহেরুল, দামান সারা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, মানিক, মাহফুজ, ওবায়দুল হক, জহির ,হুমায়ুন আহমেদ , ফারুক ,জাকির আহমেদ প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রোহের মাগফেরাত এবং দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্ত্যে-দীর্ঘায়ো কামনা করে মোনাজাত করা হয়।
২৫ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস