আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন বাংলাদেশি শ্রমিক মো. মুকুল হোসেন। সারাদিন সিমেন্ট মাথায় করে নিয়ে দালান তৈরি অথবা দেয়ালে রঙ করেন। আর রাতে শব্দের পর শব্দ, পংক্তির পরে পংক্তি দিয়ে সৃষ্টি করে কবিতা। দূর পরবাসে এভাবেই কাটছে ২৪ বছর বয়সী মুকুলের সময়।
দিনে কর্মব্যস্ত থাকার কারণে রাতের নিঃসঙ্গতা তাকে গ্রাস করে। ছল ছল চোখে কাগজে ধারণ করেন সেই যন্ত্রণাকে। হয়ে ওঠেন কবি। নিঃসঙ্গতার কবিতা, বিরহে কবিতা তাকে রাতের আধারে থাকতে দেয়নি। কবি ও কবিতা আলোর মুখ দেখতে চায়। তাই সুযোগ পেলেই জনসম্মখে চলে আসে। মুকুলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
স্থানীয় ছাত্রদের উদ্যোগে কবিতা পাঠের আয়োজন করা হয়েছে মাইগ্রেন্ট ওয়ার্কার্স এওয়ারনেস উইক (এমডব্লিউএডব্লিউ)। আগামী বৃহস্পতিবার সেখানে নিজের কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন মুকুল। তাই অন্য রকম এক অনুভূতি অর্জন করতে চান তিনি।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং ইয়েল-এনইউএস এর ছাত্রদের এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে- এর মাধ্যমে স্থানীয় মানুষ ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে যে ফারাক আছে তা কমিয়ে আনা। অভিবাসীদের বিষয়ে স্থানীয়রা যে ভুল ধারণা পোষণ করেন তা দূর করা। কবিতা পাঠের এ উৎসব ৫ দিনের। শুরু হয়েছে আজ রবিবার। এতে যোগ দিচ্ছে ৪ শতাধিক ছাত্রছাত্রী, সাধারণ মানুষ ও ১৩০ জনেরও বেশি বিদেশী শ্রমিক।
এমডব্লিউএডব্লিউ-এর ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার ইয়েও (২৪) জানান, সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা এ বিষয়েই শুধু সচেতনতা বৃদ্ধি করতে চাই তা নয়, একই সঙ্গে তাদের মাঝে শক্তি সঞ্চার করতে চাই।
ইয়েল-এনইউএস এর ল’ ও লিবারেল আর্টসের এই ছাত্র আশা করেন, এ মাসে জঙ্গি কর্মকান্ডে জড়িত থাকার দায়ে সিঙ্গাপুরে গ্রেপ্তার করা হয় বাংলাদেশী ২৭ শ্রমিককে। তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে সমাজে যে উদ্বেগ দেখা দিয়েছে তা দূর করতে পারবে এমডব্লিউএডব্লিউ।
ওয়াল্টার ইয়েও বলেন, অভিবাসীদের বিষয়ে সমাজে যে নেতিবাচক ধারণা আছে তা আমরা আস্তে আস্তে সরিয়ে দিতে চাই। এর আগে এমডব্লিউএডব্লিউ এমন আয়োজন করে বুকিত তিমাহ’র এনইউএস ল ফ্যাকাল্টিতে ২০১৪ সালে। সেবার অনুষ্ঠান ছিল চার দিনের।
এ বছর তাদেরকে সমর্থন দিচ্ছে বিশ্ববিদ্যালয়, আইনি প্রতিষ্ঠান রাজা অ্যান্ড তান-এর মতো দাতারা। এবারের আয়োজনে প্যানেল সেশনের বাইরে স্থানীয় অংশগ্রহণকারীরা শ্রমিকদের ডরমেটরি তুয়াস পরিদর্শন করতে পারবে।
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস