প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য দারুণ সুখবর, দেশটির বাজেট বক্তব্যে অবৈধভাবে বসবাসরতদের বৈধ করার বিষয়ে জানান স্বয়ং প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
কুয়ালালামপুর থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম একটি অনলাইন নিউজ পোর্টলকে এ কথা জানান।
তিনি বলেন, মালয়েশিয়ার সরকার অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের নতুন করে ওয়ার্ক পারমিট দেবার মাধ্যমে বৈধকরণ প্রক্রিয়া শুরু করবে বলে জানতে পেরেছি। এ বিষয়ে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নিজেই।
রাষ্ট্রদূত ২০১৪ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরের বিষয়ে দ্বিপাক্ষিক দীর্ঘ আলোচনার কথা জানান। বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়ে বাংলাদেশ দূতাবাস দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। শুরু হতে যওয়া প্রক্রিয়াকে বাংলাদেশের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ ঘোষণায় কুয়ালালামপুর, জোহর বাহরু, মালাক্কা, পাহাং, পেনাংসহ বিভিন্ন প্রদেশে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা স্বস্তির নিশ্বাস ফেলছেন।
অবৈধভাবে অবস্থানরতদের বৈধ করার প্রক্রিয়াটি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে, কীভাবে এবং কখন শুরু হবে তা এখনো জানা যায়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে আভাস মিলেছে।
এদিকে আগের মতো সুযোগ পেয়েও কেউ যাতে বৈধ হওয়ার প্রক্রিয়া থেকে বাদ না পড়ে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস ।
আগে অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ প্রক্রিয়ার সময় বিভিন্ন এজেন্টের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এবার এ সমস্যা এড়াতে কুয়ালালামপুর দূতাবাস অংশগ্রহণকারীদে সঠিক তথ্য জেনে নেয়ার কথা বলেছে।
বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ছয় লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম