সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৫:২৫

সৌদিতে যখন শুরু হয় এসএসসি পরীক্ষা

সৌদিতে যখন শুরু হয় এসএসসি পরীক্ষা

প্রবাস ডেস্ক : বাংলাদেশের সাথে একযোগে সৌদি আরবেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।  সৌদি আরবে সকাল ৭টায় শুরু হয় পরীক্ষা।  বাংলাদেশের সাথে মিল রেখেই রাজধানী রিয়াদ ও জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দু’টি কেন্দ্রে পরীক্ষা হয়।

রিয়াদস্থ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১০২ জন।  এর মধ্যে ছাত্র ৫১ জন এবং ছাত্রী ৫১ জন।  এর মধ্যে একজন ছাত্রী অনুপস্থিত ছিল বলে জানা গেছে।

সেখানে হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরোয়ার আলম ও কাউন্সেলর খাইরুল আলম।

হল পরিদর্শক সরোয়ার আলম জানান, খুব সুন্দরভাবেই পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।  যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে দিকে বাংলাদেশ দূতাবাস যথাযথ পদক্ষেপ নিয়েছে।  রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে শতভাগ সহযোগিতাও দেয়া হচ্ছে।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে