বুধবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০১:১৯

নিউইয়র্কে জাতিসংঘের সামনে একুশে ভাস্কর্য

নিউইয়র্কে জাতিসংঘের সামনে একুশে ভাস্কর্য

প্রবাস ডেস্ক : জাতিসংঘ সদর দফতর সংলগ্ন ম্যানহাটন, নিউইয়র্কের ৪৭ নম্বর সড়কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাস্কর্য স্থাপন করেছে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা।  খুরশিদ সেলিমের নকশায় ভাস্কর্যটি নির্মাণ করেন মৃণাল হক।

১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষাণা এবং গত বছর নিউইয়র্ক স্টেট কর্তৃক দিবসটিকে স্বীকৃতিদানের ধারাবাহিকতায় আজ জাতিসংঘের সামনে একুশে ভাস্কর্য স্থাপন বাঙালি জাতির জন্য এক বড় অর্জন।

এর পেছনে কাজ করেছে মুক্তধারা ফাউন্ডেশন এবং বাঙালি চেতনা মঞ্চ। ভাস্কর্যটি স্থাপন করা হয় চলতি বছরের ১ ফেব্রুয়ারি।  এটি থাকবে পুরো মাসব্যাপী।  এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ভাস্কর্যটি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মমিন, লেখক হাসান ফেরদৌস, কবি কাজী জহিরুল ইসলাম, মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিত সাহা, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, নাট্যজন গোলাম সারোয়ার হারুন, সাংবাদিক নাজমুল আহসান, নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান প্রমুখ।

এছাড়া নিউইয়র্ক স্টেটের গভর্নর ও সিটি মেয়রের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেমন্তি ওয়াহেদ।  ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।  এরপর নিউইয়র্ক উদীচীর নেতৃত্বে উপস্থিত অতিথিরা কন্ঠে কন্ঠ মিলিয়ে পরিবেশন করেন একুশের গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’।  

কবি কাজী জহিরুল ইসলাম তাঁর রচিত একটি কবিতা, ‘অভিজিতের রক্ত’ পাঠ করে শোনান।  বক্তারা সবাই এই অর্জন সমুন্নত রাখার জন্য সব বাংলাদেশিকে সব সময় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
২ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে