প্রবাস ডেস্ক : কানাডায় সড়ক দুর্ঘটনায় ফাইরুজ শাফিন মুনমুনের মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ সারাদিন ক্যালগেরির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে 'টক অফ দা টাউন' ছিল মুনমুনের মৃত্য সংবাদ।
স্থানীয় নিউজ পেপার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনমুনের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়।
অন্যদিকে কানাডার স্থানীয় সময় শুক্রবার হওয়ায় ক্যালগেরির বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর মুনমুনের জন্য দোয়া করা হয়। এরমধ্যে বাংলাদেশ কমিউনিটির বিএমআইসিসি মসজিদেও বিশেষভাবে দোয়া করা হয়।
কানাডার 'সিলেট এসোসিয়েশন অফ ক্যালগেরি', বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি'সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক শোকবার্তায় মুনমুনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, মুনমুনের লাশ বাংলাদেশে পাঠানোর জন্য জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গতকাল বিশ্ববিদ্যালয়ে যাবার পথে রাস্তা পার হতে গেলে একটি প্রাইভেটকারের ধাক্কায় ফাইরুজ শাফিন মুনমুনের মর্মান্তিক মৃত্যু হয়। মুনমুনের বাবা- মা দুজনেই চিকিৎসক এবং ঢাকায় থাকেন। মুনমুন এ বছর ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এর তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মুনমুন ক্যালগেরি বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ছাত্রীদের সাথে একটি ভাড়া বাসায় থাকতেন।