শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০২:২৭

মালয়েশিয়ার স্টুডেন্ট রিপ্রেসেন্টেটিভ কাউন্সিলে বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থী

মালয়েশিয়ার স্টুডেন্ট রিপ্রেসেন্টেটিভ কাউন্সিলে বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থী

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটি কলেজের 'স্টুডেন্ট রিপ্রেসেন্টেটিভ কাউন্সিল' নির্বাচনে জয়লাভ করেছে বাংলাদেশের শিক্ষার্থী ওয়াজেদ মজুমদার ওয়াসিম। এতে প্রবাসের মাটিতে বিজয় উল্লাসে মেতে উঠে বাংলাদেশি শিক্ষার্থী।

তুমুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিংকন ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্ট কাউন্সিলের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহমান জুয়েল। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন লিংকন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট বিভাগের হেড মিস জুরি।

৫ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে তিনি এ বিজয় অরজন করেন। মোট ভোটার সংখ্যা দুই হাজার, ৪৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ওয়াসিম পান ১৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ১৬১ ভোট। এছাড়া কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী ওয়াসিম আকরাম।

বিজয়ী শিক্ষার্থী ওয়াসিম ওয়াজেদ বলেন, লিংকন ইউনিভার্সিটি কলেজে পড়তে আসা বাংলাদেশী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমার প্রধান উদ্দেশ্য।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয় লিংকন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট রিপ্রেসেন্টেটিভ কাউন্সিল নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন। গত দুই বছর ধরে এই নির্বাচনে সহসভাপতি এবং নানা গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে বাংলাদেশের শিক্ষার্থীরা।
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে