প্রবাস ডেস্ক : বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ইচ্ছা জ্ঞাপন করেছেন নিহত ব্লগারদের নামে এবারের বই মেলা উৎসর্গ করার। তিনি আজ এ ইচ্ছা জ্ঞাপন করেছেন তার ফেসবুক পেজের এক লেখায়।
লেখিকা লেখেন, যদি বাংলাদেশের বাংলা একাডেমির মহাপরিচালক হতাম, তবে এবারের বইমেলা আমি অভিজিত রায়, নিলয় নীল, ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাস, ফায়জুল আরেফিন দীপন কে উৎসর্গ করতাম। সভা সেমিনারের বিষয় হত লেখক এবং ব্লগার হত্যার প্রতিবাদ।
তসলিমা আরো লেখেন, তাদের প্রত্যেকের ওপর বই বের করতাম একাডেমি থেকে, বিনামূল্যে যেসব বই পাঠককে দেওয়া হত। একুশে ফেব্রুয়ারীতে শহিদ মিনারে আগের মতই ফুল দেওয়ার ব্যবস্থা হত, তবে এবার রফিক সালাম বরকতের সঙ্গে অভিজিত, নিলয়, অনন্ত, বাবু, দীপনের নামও উল্লেখ করা হত। যদি ক্ষমতা থাকত আমার, বাংলাদেশকে মানুষের মত মানুষ বানাতাম। এইভাবে নষ্ট হয়ে যেতে দিতাম না।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস