শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১১:২৪:২০

প্রবাসী লিটনের আর দেশে এসে বিয়ে করা হলো না

প্রবাসী লিটনের আর দেশে এসে বিয়ে করা হলো না

এমটিনিউজ২৪ ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম নুরুল হুদা লিটন। তিনি ফেনীর দাগনভূঞা পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব জগতপুর গ্রামের লাল মোহাম্মদের বাড়ির এবাদুল হকের ছেলে। শুক্রবার রাতে জোহানেসবার্গে লিটনের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাত ভাই মোহাম্মদ সবুজ জানান, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে গাড়িতে উঠতে গেলে আগে থেকে ওঁৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক শওকত মাহমুদ জানান, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান লিটন। আগামী ১৫ ফেব্র“য়ারি তার দেশে এসে বিয়ে করার কথা ছিল। পরিবারের সেই আশা আর পূরণ হলো না। 

দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান বলেন, লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবাদুল হকের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে লিটন ছিলেন সবার বড়। তার মেজো ভাই সৌদি প্রবাসী এবং ছোট ভাই মিঠু দক্ষিণ আফ্রিকায় তার সঙ্গেই থাকত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে