বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০২:০৪

পর্তুগালে বাংলাদেশী পোশাকের মনমাতানো ফ্যাশন শো

পর্তুগালে বাংলাদেশী পোশাকের মনমাতানো ফ্যাশন শো

সেলিম উদ্দিন ,লিসবন ,পর্তুগাল থেকে: পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি পোশাকের মনমাতানো ফ্যাশন শো। গত রোববার স্থানীয় একটি হলে এ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ফ্যাশন শোতে বাংলাদেশি ছাড়াও পর্তুগীজ, ফরাসী, ব্রাজিলিয়ান, স্প্যানিশসহ বিভিন্ন দেশের মডেলরা অংশগ্রহণ করেন  ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অন্য দেশের মডেলদের বাংলাদেশি পোশাক পরে মঞ্চে ওঠার বিষয়টি। আর এসব পোশাক ডিজাইন করেছে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু-কিশোররা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার শারমীন মৌ।

পর্তুগালে এটা তার তৃতীয় অনুষ্ঠান। যেখানে তিনি বাংলাদেশের পোশাককে বিদেশিদের কাছে পরিচিত করে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রবাসে থেকেও দেশীয় সংস্কৃতিকে ধরে রাখার প্রত্যয় নিয়ে তিনি ২০১৪ সাল থেকে এই কার্যক্রম শুরু করেন।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগালের বিভিন্ন সংগঠনের ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে শারমিন মৌকে অভিনন্দন জানানোর পাশাপাশি সব ধরনের সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।
১০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে