প্রবাস ডেস্ক : বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ হিসেবে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও উন্নয়নশীল সোনার বাংলা গড়ার জন্য দেশবাসীর পাশাপাশি প্রবাসীদেরও অবদান অনেক। প্রবাসীদের ছাড়া আগামীতে টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রবাসীদের নানা সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার।
বুধবার আরব আমিরাতের রাজধানীতে আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের মত বিনিময় সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন, মিশন ২০২১ বাস্তবায়ন ও ২০৪১ সালের মাঝে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যেতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। দেশ ও প্রবাসে থেকে সবাইকে কাজ করতে হবে।
বুধবার দুপুরে আবুধাবীর ইন্টার কন্টিনেল্টাল হোটেলের বল রুলে আয়োজিত মতবিনিময় সভায় পরিষদের সভাপতি ইফতিখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির তালুকদারের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইউএই বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, শওকত আকবর, শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল্লাহ খন্দকার, ড. রায়হান জামিল প্রমুখ।
১১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম