প্রবাস ডেস্ক : সৌদি আরবে রাজধানী রিয়াদের আলগুয়াইয়া শহরে এক সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৩১ মার্চ) রিয়াদ থেকে আরওয়া শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন প্রবাসী বাংলাদেশি গাড়িতে ছিলেন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান।
অপর বাংলাদেশি গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মৃতদের মধ্যে একজনের নাম রুকু মিয়া। তার গ্রামের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের ভুড়িশোর ইউনিয়নে। অপরজন চট্টগ্রামের মোহাম্মদ আবু বক্কর।