প্রবাস ডেস্ক : বিদেশে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে তার লাশ সরকারি খরচে দেশে পাঠানোর দাবি তুলেছেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশিরা। গতকাল শুক্রবার ডেনমার্ক বাংলাদেশ মিশনে ডেনমার্ক প্রবাসী বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সরকারি অনুদানে প্রেরণের জন্য ডেনমার্ক বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান করেছেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশের মানুষের মৃত্যুর পর লাশ প্রেরণে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। কিন্তু একজন প্রবাসী দীর্ঘদিন প্রবাসে থাকলেও মনটা বাংলাদেশই থাকে।
মা-বাবা, আত্মীয়-স্বজন প্রায় বাংলাদেশেই থাকেন। এজন্য একজন প্রবাসী সারাজীবন অর্জিত অর্থের সিংহভাগই দেশে প্রেরণ করেন। সেই অর্থে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন হয়।
সব সরকারের আমলে রেমিটেন্স বৃদ্ধিতে প্রবাসী বাংলাদেশের মানুষের ভূমিকা অপরিসীম। যখন একজন প্রবাসী মৃত্যুবরণ করে, তার লাশ বাংলাদেশে পাঠাতে প্রবাসীদের কাছে হাত পেতে চাঁদা আদায় করতে হয়, যা একজন প্রবাসীর লাশের জন্য অসম্মানজনক। প্রবাসী বাংলাদেশির লাশ পাঠাতে বর্তমান সরকার অনুদানের ব্যবস্থা করে প্রবাসীদের প্রাণের দাবি পূরণ করবে।
ডেনমার্ক বাংলাদেশ মিশনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন হেড অব চ্যান্সারি শাকিল শাহরিয়ার। কমিউনিটির পক্ষে স্মারকলিপি প্রদান করেন মোহাম্মদ আলী মোল্লা লিংকন, ইকবাল হোসেন মিঠু, আরিফ খালেক, জামাল আহমেদ, ড. বিদ্যুৎ বড়ুয়া, সাব্বির আহমেদ, সামি দাস, ইফতেখার সম্রাট ও অরুণ দেবনাথ।
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম