প্রবাস ডেস্ক : মৌলবাদীদের সাথে বাংলাডেমির পরিচালকাদের তুলনা করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বইমেলা থেকে তসলিমার বই সরিয়ে নেওয়া কারণে তিনি আজ তার ফেসবুকে লেখেন।
তসলিমা লেখেন, ফোন এলো বাংলাদেশ থেকে। বাংলা একাডেমির পরিচালকরা নাকি বইমেলা থেকে আমার বই সরিয়ে দেওয়ার চক্রান্ত করছেন। মৌলবাদীরা যা করে, তা বাংলা একাডেমির পরিচালকরাও করেন। দুই গোষ্ঠীতে মূলত কোনও পার্থক্য নেই।
নির্বাসিত লেখিকা আরো লেখেন, ১৯৯১ সাল থেকে এই একই চক্রান্ত করছেন পরিচালকরা, তসলিমার বই কিভাবে দূর করা যায়, তসলিমাকে কিভাবে হেনস্থা করা যায়, হঠানো যায়। এদের লজ্জাও করে না! এক পাল দুশ্চরিত্র বদমাশ বাংলা একাডেমির হর্তাকর্তা বনে যেতে পারেন কত সহজে। বাংলাদেশ বলেই সম্ভব।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস