বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:২৮:২০

জার্মানীর ফ্রাংকফোর্টে আন্তর্জাতিক হস্তশিল্প বানিজ্য মেলা

 জার্মানীর ফ্রাংকফোর্টে আন্তর্জাতিক হস্তশিল্প বানিজ্য মেলা

রফিকুল ইসলাম আকাশ, জার্মান প্রতিনিধি: জার্মানীর ফ্রাংকফোর্টে শেষ হলো সপ্তাহব্যাপী আন্তর্জাতিক হস্তশিল্প বা Ambiente বানিজ্য মেলা । ১২ ই ফেব্রুয়ারী শুরু হয়ে এই মেলা চলছে ১৭ই ফেব্রুয়ারী পর্যন্ত ।  এবারের মেলায় বাংলাদেশ সহ সারা পৃথিবীর ৯৬ দেশের ৪.৩৮৭ টি কোম্পানী তাদের হস্তনির্মিত গৃহস্থালি তৈজসপত্র , ঘরবাড়ি সাজানোর হরেক রকমের জিনিসপত্র নিয়ে এই মেলায় হাজির হয়েছেন । মেলা কর্তৃপক্ষের ধারনা অনুযায়ী সপ্তাহে দুই লাখেরও বেশী দর্শনার্থী ছাড়িয়ে গেছে । গত বছর ৯৫ টি দেশের ৪,৮১৪ টি কোম্পানী এসেছিলো । মেলা প্রাঙ্গনে ৩০৮,০০০ স্কোয়ার মিটার এলাকার এই বিশ্ব বানিজ্য মেলায় বাংলাদেশের হস্তশিল্পের উপস্থিতি , একদিকে যেমন রপ্তানীর মাধ্যমে আসবে বৈদেশিক মুদ্রা , পাশাপাশি বাংলাদেশ কে বিশ্ব বাজারে করবে ব্রান্ডিং । বহু দিনের পুরানো ও সফল ব্যাবসায়ী জনাব আবু আলম বললেন , বিশ্ব অর্থ নৈতিক মন্দার কারনে এবারে ক্রেতার উপস্থিতি কম । নতুন ব্যাবসায়ীরা , নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগ করলেন , তাদের ব্যাবসায়ীক ব্যাপারে সরকারী কোন সহযোগীতা তো পান ই না , পাশাপাশি পুরানো ব্যাবসায়ীরা তাদের কোনঠাসা করে রাখেন । এত জটিলতা সমস্যা পার করে এই যারাই এই মেলায় আসেন তারা নিজেদের লাভের পাশাপাশি দেশের জন্য জন্য বয়ে নিয়ে যান বৈদেশিক মুদ্রা , দেশকে করেন ব্রান্ডিং । তাই সরকারী সহযোগীতা খুবই জরুরী বলে মনে করেন জার্মান বাংলা বনিক সমিতির সভাপতি জনাব আনোয়ারুল কবির ।

প্রবাসী বাংলাদেশীসহ মেলায় উপস্থিত সকলেই বাংলাদেশকে উন্নত হস্তশিল্পের  সম্ভানাময় দেশ হিসেবে মনে করেন। পরবর্তীতে আন্তর্জাতিক সকল বানিজ্য মেলায় বাংলাদেশের অবস্থান পরিপক্ক করতে বানিজ্য মন্ত্রনালয়ের আশুদৃষ্টি কামনা করেন।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে