শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৯:১৫

কলকাতায় ভাষা শহীদদের স্মারক উম্মোচন

কলকাতায় ভাষা শহীদদের স্মারক উম্মোচন

প্রবাস ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মারক উম্মোচন করেছেন। এ স্মারক উম্মোচন করার পর তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, আজ কলকাতায় উন্মোচিত হোল স্থায়ী ভাষা শহীদ স্মারক। মাতৃভাষা আন্দোলনে শহীদদের সম্মান ও স্মরণে বিড়লা তারামণ্ডলের উলটো দিকে ২১ শে উদ্যানে এই স্মারকটি আমাদের নিবেদন।

এর আগে একটি স্মারক আমরা স্থাপন করেছিলাম দেশপ্রিয় পার্কে।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি”
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে