রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৪:৩৩

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত

 মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালিত

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল নয়টায় কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের সামনে অস্থায়ী শহীদ মিনারে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মালয়েশিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মো. ফয়সাল আহমেদ। এরপর শুরু হয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ।

প্রথমে হাইকমিশনার পুষ্পস্তবক অর্পণ করেন৷ এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় আওয়ামী লীগ,  যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ছাত্রলীগ,জালালাবাদ অ্যাসোসিয়েশন, মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী, ব্রাহ্মণবাড়িয়া সমিতি, আমরা প্রবাসী যুবসংঘসহ বিভিন্ন সংগঠন।

এদিকে, পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডেপুটি হাইকমিশনার মো. ফয়সাল আহমেদ৷ সঞ্চালনা করেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মুশাররাত জেবিন৷ প্রথমে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন এয়ার কমোডর এস এম আরিফ৷ প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন রইস হাসান সরোয়ার, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব এসকে শাহীন  ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দিতীয় সচিব (রাজনৈতিক) তাহমিনা ইয়াসমিন ।
এ সময় উপস্থিত ছিলেন লেবার কাউনসিলার ছায়েদুল ইসলাম মুকুল , ফাস্ট সেক্রেটারি (শ্রম )শাহিদা সুলতানা, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস।
দ্বিতীয় পর্যায়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে