রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৯:১৮

মালয়েশিয়া আ.লীগের উদ্যোগে একুশের আলোচনা সভা

মালয়েশিয়া আ.লীগের উদ্যোগে  একুশের আলোচনা সভা

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে: একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ কুয়ালালামপুরের স্থানীয় একটি রেষ্টুরেণ্টে আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া আওয়ামী লীগ। এ সময় বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবীতে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন তারা এই বাংলার অমর সন্তান। তাই এই অমর সন্তানদের আত্মতাগের জন্য ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। আজ আমরা পৃথীবির বুকে মাথা উঁচু করে একুশের ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে পারি। আমরা সেই জাতি, যে জাতি ভাষার জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে কার্পণ্য করেনি।

মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক তাজগীর আহম্মেদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ। এ সময় বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুল, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, ইউনিট কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দেলোয়ার হোসেন মজনু, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ মনিরুজ্জামান মনির, কবি আলমগীর, যুবলীগ সেন্ট্রাল কমিটির সদস্য এ কামাল চৌধুরী, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মানসুর আল বাসার সোহেল, সদস্য জহিরুল ইসলাম জহির, যুবলীগ নেতা রেজাউল হক লায়ন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিএম বাবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, ছাত্রলীগের সভাপতি ওয়াসিম ওয়াজেদ প্রমুখ।

সমাপনি বক্তব্যে যুগ্ম-আহ্বায়ক অহিদুর রহমান অহিদ বলেন, শ্রদ্ধায় ভালোবাসায় পবিত্রতায় আমরা এক নতুনতর চেতনায় ও দীপ্ততায় আবার শক্তি অর্জন করতে পারি ।  তাই একুশের শোককে আমরা যেন শক্তি তে পরিনত করতে পারি।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা শওকত হোসেন পান্না, আওয়ামী লীগ নেতা হাজি জাকারিয়া, আব্দুল করিম, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির, সাখাওয়াত হক জোসেব, অ্যাডভোকেট মিনহাজউদ্দীন মিরান, প্রদীপ কুমার বিশ্বাস,  মামা শিল্পগোষ্ঠীর সভাপতি এমদাদুল হক সবুজ, যুবলীগ নেতা বিজন মজুমদার, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আনিসুর রহমান, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল শিকদার প্রমুখ।
২১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে