সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:০২:৪২

ফ্রান্সস্থ কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারে মাঘী পূর্ণিমা উদযাপন

ফ্রান্সস্থ কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারে মাঘী পূর্ণিমা উদযাপন

আবু তাহির,প্যারিস প্রতিনিধি: গত রবিবার ফ্রান্সস্থ কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারে বিপুল সমারোহে উদযাপিত হয়েছে মাঘী পূর্ণিমার বিভিন্ন কর্মসূচি।

দিন ব্যাপী কর্মসুচীর মধ্যে ছিল সকালে বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার সহ সংঘদান ও জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনায় ভিক্ষু সংঘের মাধ্যমে সূ্ত্র পাঠ। জল ঢেলে জ্ঞাতিদের উদ্দেশ্যে পুণ্যদান, ভিক্ষু সংঘ ও উপোসথ ধারীদের পিন্ডদান পরিবেশন ও আগত পুণ্যার্থীদের মধ্যহ্ন ভোজ আয়োজন শেষে মাঘী পূর্ণিমার তাৎপর্য নিয়ে বিশদ ধর্ম দেশনা পেশ করেন অত্র বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীমৎ জ্যোতিসার ভিক্ষু।

মাঘী পূর্ণিমার দিনে তথাগত ভগবান গৌতম বুদ্ধ আয়ু সংস্কার বর্জন করেন। সবশেষে ২১ শে ফেব্রুয়ারি ভাষার আন্দোলনে নিহতদের স্মরণে পুণ্য বিতরন করা হয়।সন্ধ্যা কালীন পূজা, বন্দনা ও ভাবনা শেষে বিশ্বের সকল প্রাণীর সুখ শান্তি কামনায় জল ঢেলে পুণ্য উৎসর্গ করা হয়। জগতের সকল প্রাণী সুখী হোক।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে