সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৭:৫২

বাংলাদেশ দূতাবাস ফ্রান্সে একুশ উদযাপন

বাংলাদেশ দূতাবাস ফ্রান্সে একুশ উদযাপন

আবু তাহির, ফ্রান্স থেকে: গত রবিবার  সকালে ফ্রান্সস্ত  বাংলাদেশ দুতাবাসে রাষ্ট্রিয়ভাবে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।সকালে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়।বাংলাদেশ সরকারের জ্বালানি বিদ্যুত খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ দুতাবাসের কর্মকর্তা ও ফ্রান্স আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগটনের নেতারা।

পরে  আলোচনা সভায় হেড অব চ্যান্সরি হযরত আলি খানের পরিচালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বানী পাঠ করে শুনান যথাক্রমে  কমার্শিয়াল কাউন্সিলর  ফিরোজ উদ্দিন,প্রথম সচিব ফারহানা ও আনিসা আমিন।
এসময়  প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ছাড়াও বক্তব্য রাখেন বিখ্যাত মুখাভিনেতা পার্থ প্রতিম মজুমদার, ফ্রান্স আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমেদ সেলিম,সাধারন সম্পাদক আবুল কাসেম,প্যারিস বাংলা  প্রেসক্লাব সভাপতি আবু তাহির সহ অন্যান্যরা।

এসময় শহীদদের আত্মার মাঘ্ফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ ওয়াহিদুর রহমান।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে