তৈয়বুর রহমান টনি নিউ ইয়র্ক থেকে: বিশ্বের রাজধানী বলে খ্যাত নিউইয়র্ক সিটির পাতাল পথে (সাবওয়ে) গত ২০১৪ সালের নভেম্বরের ১ তারিখ থেকে এই পর্যন্ত নিউইয়র্ক সিটির সাবওয়ের ক্রাইম পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় বেড়েছে শতকরা ৭.৫ ভাগ। নিউইয়র্ক পুলিশ বিভাগ প্রদত্ত তথ্য অনুযায়ী উক্ত সময়ে নিউইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেমে প্রায় ২০০০ অপরাধের ঘটনা ঘটেছে যা পূর্ববর্তী বছরের তুলনায় ১৪০টি বেশি। এ সময় ৪২৫ জন যাত্রী ছিনতাই/চুরির কবলে পড়েছেন এর আগের বছর যার পরিমাণ ছিল ৩৫৩ জন। ফলে এ অপরাধের হার বেড়েছে শতকরা ২০ ভাগ। এর পাশাপাশি ফেলনী এসাল্টের পরিমাণও বেড়েছে শতকরা প্রায় ১৫ ভাগ।
শনিবার পুলিশ হারলেমের এক বাসিন্দ সিডনী পিফার (৭২)সাবওয়েতে ঘুমন্ত যাত্রীর জিনিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধরা পরে। পুলিশ জানায় এই ব্যাক্তিই একই কারনে আগে ডজন খানেকবার গ্রেফতার হয়েছে। নিউইয়র্ক পুলিশের কর্মকর্তারা বলছেন ট্রেনে বা বাসে বসে যারা ঘুমিয়ে যান তারাই ক্রাইমের শিকার হন বেশি। এই ব্যাপরে তিন যাত্রীদের সচেতন হতে অনুরোধ করেন। ২০১০ সাল থেকে ২০১৫ সাল নাগাদ ট্রেনে ঘুমিয়ে পড়ে ক্রাইমের শিকার হয়েছেন এমন যাত্রীর সংখ্যা বেড়েছে শতকরা প্রায় ৩৬ ভাগ হারে। গড়ে বর্তমানে সাবওয়েতে প্রতিদিন যে ৬.৫টি অপরাধের খবর পাওয়া যায় তার ৩টিরই শিকার ঘুমিয়ে পড়া যাত্রীগণ বলে সম্প্রতি এমনটি এ’র বোর্ড সভায় জানিয়েছেন নিউইয়র্ক সিটির ট্রানজিট পুলিশ প্রধান জোসেফ ফক্র।
তবে সাবওয়েতে অপরাধের ঘটনা বাড়লেও অভিযুক্ত অপরাধীদের গ্রেফতার কমে গেছে গত বছরের তুলনায় শতকরা ৭.৪ ভাগ। সাবওয়েতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০১৪ সালে গ্রেফতার করা হয়েছিল প্রায় ৪৪০০০ যাত্রীকে আর এবার অর্থাৎ গত বছর ২০১৫ সালে হয়েছে ৪০৭৩৯ যাত্রীকে। পুলিশ কমিশনার বিল ব্রাটন বলেছেন পুলিশ সাবওয়েতে গ্রেফতারের বিষয়ে একটি বিশেষ বিবেচনার পথ বেছে নিয়েছে যাতে যাত্রীদের নির্বিঘ্ন চলাফেরায় তেমন চাপ না পড়ে। তিনি বলেন পুলিশের টার্গেট ভয়ানক ক্রিমিনালরা।
২২ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস