মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩৬:১৮

যুক্তরাজ্যের কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যুক্তরাজ্যের কার্ডিফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


মনসুর মুকিজ কার্ডিফ থেকে: যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যের কার্ডিফে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারি রবিবার ওয়েলসের রাজধানী কার্ডিফের বাঙালি কমিউনিটির অন্যতম সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্ডিফ লিঃ এর উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা বাংলাদেশী ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারপার্সন আলহাজ্ব মোহাম্মদ হান্নান শহিদুল্লাহর সভাপতিত্বে এবং সংগঠনের ডিরেক্টর মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শেখ মোহাম্মদ আনোয়ার। সকল ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দড়িয়ে নিরবতা পালন করা হয়। শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন সংঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান ট্রেজারার মোহাম্মদ কেরামত আলী, রিভারসাইড জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী, বাংলা টিভির ওয়েলস্ এ্যাম্বেসেডর মকিস মনসুর আহমদ, কার্ডিফ হ্যাকনী এসোসিয়েশনের চেয়ারম্যান মাতাব আহমদ খাঁন, মোহাম্মদ সফিক মিয়া, আনজুমানে আল ইসলাহ ওয়েলস এর সেক্রেটারী শেখ মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ মুজিবুর রহমান, ওয়েলস বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের সেক্রেটারী আবুল কালাম শামীম, মোহাম্মদ রকিবুর রহমান, হাবিবুর রহমান পারভেজ, আলমগীর আলম, জহির আলী আকতার।
সভায় বক্তারা বলেন একুশ আমাদের অহংকার, একুশের পথ ধরে আমরা পেয়েছি লাল বৃত্ত সবুজ পতাকা, একুশ আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালিত হচ্ছে উল্লেখ করে সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবী জানানো হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজির উদ্দীন, আব্দুল সামাদ, জহির উল্লা (আনা মিয়া), খছরু মিয়া, মোহাম্মদ সেবুল আলী, মোহাম্মদ আমির আলী, টিপু মিয়া, আং কাইউম, আব্দুস সালাম, রহিম মিয়া প্রমুখ।
সভার শুরুতেই ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
সমাপনী বক্তব্যে ওয়েলফেয়ারের চেয়ারপার্সন মোহাম্মদ হান্নান শহিদুল্লাহ সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ওয়েলফেয়ারের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
২৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে