প্রবাস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে এক সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশি ছাত্র নিহত হয়েছে। তাদের একজনের নাম আহসানুল ফখরু অপরজনের নাম এখনও জানা যায়নি। এ ঘটনাটি মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টা ৪০ মিনিটে বেলমোরের ক্যান্টারবারি এলাকায় ঘটে। তবে নিহতদের বাংলাদেশের ঠিকানা এখনও পাওয়া যায় নি।
দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, বাংলাদেশি কয়েকজন ছাত্র তিনটি গাড়িতে করে ক্যান্টারবারি রোডে গতি প্রতিযোগিতায় নেমেছিলেন। এ সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়েছে।
ট্রাফিক অ্যান্ড হাইওয়ে বিভাগের সুপার স্টুয়ার্ট স্মিথ জানিয়েছেন, মূলত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গাড়ি তিনটি গতির প্রতিযোগিতায় নেমেছিল কি না, সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখে তা তদন্ত করা হচ্ছে ।
ওই তিন গাড়ির একটিতে থাকা বাংলাদেশি ছাত্র আহসানুল ফখরু অবশ্য পুলিশের কাছে গাড়ি প্রতিযোগিতার বিষয়টি অস্বীকার করেছেন।
২৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন