শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে: দলমতনির্বি শেষে সকল প্রবাসী শ্রমিকদের প্রবাসী শ্রমিকদের সহযোগিতায় সচেষ্ট থাকবে মালয়েশিয়া শ্রমিকলীগ। রোববার রাতে দলটির রুমা পাঞ্জাং শাখা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দলটির নবনিযুক্ত সভাপতি নাজমুল ইসলাম বাবুল।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি । যেকোন সমস্যায় তাই এই শ্রমিকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নবগঠিত মালয়েশিয়া শ্রমিকলীগ এ লক্ষেই কাজ করে যাবে বলে মন্তব্য করেন, নাজমুল ইসলাম। প্রবাসী শ্রমিকদের ন্যায্য বেতন আদায়, মরদেহ দেশে ফেরত পাঠানো, আইনজীবি নিয়োগের মাধ্যমে কারাগারে থাকা বাংলাদেশীদের সহযোগিতা করাসহ নানাবিধ কাজের মাধ্যমে মালয়েশিয়া শ্রমিকলীগ প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকবে বলেও মন্তব্য করেন, এ শ্রমিক নেতা।
রুমা পাঞ্জাং শাখা শ্রমিকলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান খান পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নতুন কমিটির সাধারণ সম্পাদক এস এম আবুল হোসনে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন যোগ্য নেতৃত্বে মালয়েশিয়া শ্রমিকলীগ এগিয়ে যাচ্ছে। সকলের প্রচেষ্ঠায় এই সংগঠন শ্রমিকদের আস্থার প্রতিক হয়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ মালয়েশিয়ার সহ-সভাপতি মোহাম্মদ মাইনুদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস মোল্লা, শ্রমিকলীগ নেতা মোহাম্মদ জাকির হোসেন, শ্রী সুবাস, মো: আলম, তামিংজায়া শাখার সভাপতি মাহিউদ্দীন ইমন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাজিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রশিদ জামাল, জামাল, পলিন, কফিল সীপন।
এসময় মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও তার স্ত্রী এবং সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেনকে ফুলেল শ্রদ্ধায় বরণ করে নেন রুমা পাঞ্জাং শাখা শ্রমিকলীগের নেতাকর্মীরা।
আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রুমা পাঞ্জাং শাখার মো: জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, মোহাম্মদ হাসিবুল এহসান খোকন, সাংগঠনিক সম্পাদক পিন্টু বিশ্বাস প্রমুখসহ মালয়েশিয়া শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন রুমা পাঞ্জাং শাখা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ।
২৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস