বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ০১:৪৯:৫৯

ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর। দেশটির সরকার প্রবাসীদের বৈধকরণের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছেন। বুধবার (৩১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন— যেসব প্রবাসী এখনও বৈধ কাগজপত্র সংগ্রহ করেননি, তারা এই সময়ের মধ্যে নিজ উদ্যোগে বৈধতার জন্য আবেদন করলে জরিমানা ছাড়াই বৈধতা লাভের সুযোগ পাবেন।

তিনি বলেন, ‘যারা এখনো বৈধ নন, তাদের প্রতি অনুরোধ—এই সুযোগ কাজে লাগান। প্রয়োজন হলে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।’

ওমানে অবস্থানরত অভিবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জেল-জরিমানার মুখে পড়ার ঝুঁকি রয়েছে।

বৈধকরণের সুযোগ নিতে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন দূতাবাস ও অভিবাসন সংশ্লিষ্টরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে