বৃহস্পতিবার, ০৩ মার্চ, ২০১৬, ০২:৪৫:৪৭

ত্রিপুরার কারাগারে ২৩ বাংলাদেশি

ত্রিপুরার কারাগারে ২৩ বাংলাদেশি

প্রবাস ডেস্ক : বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার দায়ে ২৩ বাংলাদেশিকে আটদিনের জেল দিয়েছে ত্রিপুরার একটি আদালত। এদের মধ্যে এক নারীও রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে থাকা তিন শিশুকে সংশোধনাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আদালতে তোলা হয় বলে সেখানকার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ভাস্কর দাশগুপ্ত ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

গত মঙ্গলবার দালাই জেলার গান্দাচেরা এলাকার একটি গাড়ির স্ট্যান্ড থেকে ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের এসব বাংলাদেশিকে আটক করে পুলিশ।

দণ্ডভোগ শেষে নিয়ম মেনে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানান ভাস্কর দাশগুপ্ত।
০৩ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে