এমটিনিউজ২৪ ডেস্ক : মালয়েশিয়ায় নির্মাণকাজে কংক্রিট বালতির দড়ি ছিঁড়ে চাপা পড়ে নিহত বিল্লাল মোল্লার (৩০) মরদেহ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজন-প্রতিবেশীদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে চারপাশের পরিবেশ। শেষবারের মতো প্রিয়জনকে দেখতে ভিড় করেন এলাকাবাসী।
গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মালয়েশিয়ার জোহরবারু এলাকায় দুর্ঘটনায় মারা যান বিল্লাল। জানা যায়, ২০২৩ সালের জুলাই মাসে মালয়েশিয়ায় যান তিনি। সেখানে একটি নির্মাণ সাইটে শ্রমিকের কাজ করছিলেন। দুর্ঘটনার দিন বালতিতে খোয়া-সিমেন্ট লোড করে ক্রেনের মাধ্যমে ওপরে পাঠানোর কাজ করছিলেন বিল্লাল। একপর্যায়ে ক্রেনের দড়ি ছিঁড়ে খালি বালতি নিচে পড়ে তার বুকের ওপর চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সোমবার সকাল ১১টার দিকে বসন্তপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা শেষে ঈদগাহের সামনের কবরস্থানে দাফন করা হয় বিল্লালকে। নিহতের বাবা জব্বার মোল্লা জানান, “আমার ছেলেটি মারা গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। সে যে মালিকের কাজ করতো, সেই মালিক সামান্য কিছু টাকা পাঠিয়েছে।”