প্রবাস ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি হিসেবে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পেলেন ১৭ বছরের এক কিশোর। লস অ্যাঞ্জেলেসে দীর্ঘ প্রশিক্ষণ শেষে স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিমান চালানোর লাইসেন্স পেয়েছে আহনাফ আবিদ মাহির।
আকাশে ডানা মেলার স্বপ্ন ছিল কিশোর আহনাফ আবিদ মাহিরের। ছেলের স্বপ্ন পূরণে ১৬ বছর বয়সে লস অ্যান্জেলেসের একটি ফ্লাইং ট্রেনিং সেন্টারে ভর্তি করান বাবা মইনুল হক ও মা আয়শা রুমা।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এর নিয়ম মেনে, ১৬ বছরে পা রাখার পরই মাহির শুরু করেন প্রশিক্ষণ। এক বছর ধরে অসংখ্যবার বিমান নিয়ে নীল আকাশের সাদা মেঘের ভেলায় ভেসে আবার মাটিতে নামেন।
অবশেষে ১৭ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লস অ্যাঞ্জেলেস হোয়াইটম্যান বিমানবন্দরে প্রাইভেট পাইলট সার্টিফিকেট পান মাহির। একক পাইলট হিসেবে এক ইঞ্জিন বিশিষ্ট বিমান চালানোর অনুমতি পেয়ে আনন্দিত মাহির।
ধাপে ধাপে দক্ষ পাইলট হয়ে মাহিরের লক্ষ্য বাণিজ্যিক বিমানসহ বিশ্বের নামিদামী এয়ারলাইন্সের বিমান চালানো। পাইলট হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এক সাক্ষাৎকারে মাহির বলেন, ‘সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা পাইলট হতে আমাকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমার বাবা-মা অনেক পরিশ্রম করেছেন।’
মাহির বাবা বলেন, ‘আমার ছোটবেলায় স্বপ্ন ছিল পাইলট হওয়ার। কিন্তু আমি সেটা পারিনি। আমি যেটা পারিনি সেটা আমার ছেলে মাহির ১৭ বছর বয়সেই সেটা অর্জন করল। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদার করি।’
ফ্লাইট ইনস্ট্রাক্টর ইলিয়াস খান বলেন, ‘ওর (মাহিরের) মধ্যে যে দক্ষতা তৈরি হয়েছে সেটা অসাধারণ। ও এটাকে পৃথিবীর সব জায়গায় প্রমাণ করতে পারবে।’ -সময়নিউজ