প্রবাস ডেস্ক : অবৈধভাবে কাজ করার অভিযোগে ইংল্যান্ডে আটক হয়েছেন ২ বাংলাদেশী। তবে তাদের নাম প্রকাশ করা হয় নি।
শুক্রবার রাতে দেশটির ক্যানভেতে অবস্থিত এভারেস্ট তন্দুরি নামে একটি রেস্তোরাঁয় অভিযান চানায়। সেখানে অবৈধভাবে কাজ করার অভিযোগে তাদের আটক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তাদের মধ্যে একজনের বয়স ৪৮ বছর। তার ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আর দ্বিতীয় ব্যক্তি ইংল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করেছিল। তার বয়স ৩৬ বছর।
দেশটির আইন অনুযায়ী আটক এই দু’ বাংলাদেশীর বৈধ কাগজপত্র সময়মতো সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে রেস্তোরাঁকে। যদি তারা তাতে ব্যর্থ হয় তাহলে প্রায় ৪০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হবে তাদেরকে।
ইমিগ্রেশন অফিসার রিচার্ড লেডারেল বলেছেন, ইংল্যান্ডে কোন অবৈধ অভিবাসী কাজ করতে পারবেন না । এ ক্ষেত্রে তার তৎপরতা সবসময় অটুট থাকবে । তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলমান অবস্থায় তাদের অভিবাসন বিষয়ক দপ্তরে নিয়মিত হাজিরা দিতে হবে।
০৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস