রবিবার, ০৬ মার্চ, ২০১৬, ১০:০৪:২২

দুবাইয়ে সেপটিক ট্যাংকে ২ বাংলাদেশি নিহত

দুবাইয়ে সেপটিক ট্যাংকে ২ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সেখানকার দেইরা আল কুয়াইতি মসজিদের সামনে নতুন নির্মিত ভবনের নিচে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মুহাম্মদ লোকমান ও পটিয়া উপজেলার মুহাম্মদ মান্নান। তারা আল নাদ কোম্পানির শ্রমিক।

আল নাদ কোম্পানির শ্রমিক মুহাম্মদ আব্বাস জানান, তারা মোট আটজন নির্মাণশ্রমিক আজ বিকেলে নির্মাণাধীন ভবনের নিচে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করেন। প্রথমে একজন শ্রমিক নিচে নামেন কিন্তু তিনি আর ওপরে ওঠেননি। এরপর আরো একজন শ্রমিক নিচে নামেন। তিনিও ওপরে ওঠেননি। তাৎক্ষণিক তারা বিষয়টি পুলিশকে জানান।

এ ব্যাপারে দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান সাংবাদিকদের জানান, এই বিষয়ে তারা খোঁজ নিয়ে দেখছেন।
০৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে