বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ০৮:১১:০৪

মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর

মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসুলার সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর।

দূতালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসুলার সেবার ফি পরিশোধে এখন থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফার ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। মেব্যাংক মার্চেন্ট কার্ড সার্ভিসের মাধ্যমে ভিসা, সত্যায়ন, ট্রাভেল পারমিটসহ অন্যান্য সেবার ফি হাইকমিশনের সার্ভিস কাউন্টারে ডেবিট কার্ড অথবা কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে সহজে পরিশোধ করা যাবে।

হাইকমিশনের ৮, লরং ইয়াপ কাওয়ান সেং, ৫০৪৫০ ঠিকানায় অবস্থিত অফিসে এই সুবিধা প্রদান শুরু হবে। পাশাপাশি, আগের মতো মেব্যাংকের নির্ধারিত অ্যাকাউন্টে সরাসরি ফি জমা দেওয়ার সুবিধাও চালু থাকবে, ফলে প্রবাসীরা তাদের সুবিধামতো যেকোনো এক পদ্ধতি বেছে নিতে পারবেন।

দূতালয়ের প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নতুন ফি পরিশোধ ব্যবস্থা আগামী ১৬ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এই উদ্যোগের মাধ্যমে কনসুলার সেবা আরো নাগরিকবান্ধব, দক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্য রয়েছে।

প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, এই আধুনিক পেমেন্ট ব্যবস্থা ব্যাংকে আলাদা করে যাওয়ার ঝামেলা কমিয়ে দেবে এবং সময় সাশ্রয়ী হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে