বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ১০:৪১:৪৪

ইউনেস্কো সদর দপ্তরে নারী দিবস উপলক্ষ্যে চিত্র প্রদর্শনী

ইউনেস্কো সদর দপ্তরে নারী দিবস উপলক্ষ্যে চিত্র প্রদর্শনী

আবু তাহির, ফ্রান্স থেকে: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক  সংস্থা ইউনেস্কোর সদর দপ্তরে ১০ দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্টিত হয়েছে।  নারীর লড়াই ও সংগ্রামের ইতিহাসে বোনা এই আন্তর্জাতিক নারী দিবস। নারীর অর্জন, আর অগ্রযাত্রার প্রতিক এ  দিবস প্রতিবছরের মতো এবারো ব্যাপক আয়োজনে   ইউনেস্কো সদর দপ্তরে  উদযাপিত  হয়েছে।এবছর বাংলাদেশের দুই প্রখ্যাত শিল্পী  মাকসুদা ইকবাল নিপা এবং মোহাম্মদ ইকবাল এ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহন করেন।

এসময় চিত্র প্রদর্শনীর  উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন ইউনেস্কো ডিরেক্টিস জেনারেল ইরিনা বাকুবা। তিনি তার বক্তব্যে নারীর সমান অধিকার  ও  অগ্রগতির নিশ্চয়তা প্রদানে  ইউনেস্কোর ধারাবাহিক সহায়তা তুলে ধরেন ।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম বিশ্বের বিভিন্ন দেশের   রাষ্ট্রদূত ও কূটনীতিবিদদের সাথে  বাংলাদেশের শিল্পিদ্বয়কে পরিচিত করে দেন ও নারীদের উন্নয়নে বাংলাদেশ সরকারের অগ্রনি  ভুমিকা তুলে ধরেন।

  এবারের এ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও আরমেনিয়া ,বাহরাইন,কিউবা , ডমিনিকান রিপাবলিক  , টগো , তুর্কি , এবং ইউক্রেন অংশগ্রহণ করে।  এ প্রদর্শনীতে এশিয়া অন্চল থেকে অংশগ্রহন কারী বাংলাদেশের প্রখ্যাত চিত্র শিল্পী  মাকসুদা ইকবাল নিপা তার চিত্রকর্মে বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার দৃশ্য ফুটিয়ে তুলেন।  
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে