বুধবার, ০৯ মার্চ, ২০১৬, ০৬:১৪:১৯

নিউইয়র্কে এক বাংলাদেশি পরিবারের খোঁজ নেই

নিউইয়র্কে এক বাংলাদেশি পরিবারের খোঁজ নেই

প্রবাস ডেস্ক : গত ডিসেম্বর থেকে মাহফুজা রহমান (৩০) নামের এক প্রবাসী বাংলাদেশি নারীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে খোঁজ মিলছে না।  এ নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।  এখন আবার খোঁজ পাওয়া যাচ্ছে না মাহফুজার স্বামী ও সন্তানকেও।
 

নিউইয়র্ক পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

মাহফুজা নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত।  গত ৮ ডিসেম্বর থেকে তিনি কাজে অনুপস্থিত।  নগরের ব্রঙ্কসে বসবাসকারী মাহফুজার সন্ধানে কর্মস্থল থেকে খোঁজ নেয়া হয়।  

তার স্বামী মোহাম্মদ চৌধুরী (৩৮) সে সময় বলেন, নিকটাত্মীয় দুর্ঘটনায় পড়ায় মাহফুজাকে বাংলাদেশে যেতে হয়েছে।  কয়েক সপ্তাহের মধ্যে নিউইয়র্কে ফিরে আসবে সে।

দীর্ঘ তিন মাস মাহফুজা কর্মস্থলে ফেরেননি।  ইমেইল বা ফোনেও কর্মস্থলে যোগাযোগ করেননি তিনি।  বাসায় ক্রমাগত ফোন করলেও স্বামী ফোন ধরছেন না।  কর্মস্থল থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

গত সোমবার পুলিশ ব্রঙ্কসে মাহফুজার বাসায় গিয়ে তল্লাশি চালায়। তার প্রতিবেশীরা জানিয়েছে, গত তিন মাস ধরে বাসাটি তালাবদ্ধ।  মাহফুজা ও মোহাম্মদ চৌধুরী দম্পতির ৯ বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ ঘর তল্লাশি করেছে, বাড়ির আঙিনা খোঁড়াখুঁড়ি করেছে।  আশপাশে অন্য কোনো বাংলাদেশি না থাকায় প্রবাসীরাও নিখোঁজ এ দম্পতি সম্পর্কে তথ্য দিতে পারেননি।  

নিউইয়র্ক পুলিশ ওই বাসায় সার্বক্ষণিক পাহারা বসিয়েছে।  নিউইয়র্ক বা বাংলাদেশে মাহফুজা দম্পতির আত্মীয়-স্বজনের সন্ধান করা হচ্ছে।
৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে