বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬, ১০:০৬:৩৫

জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা নয়: খাদ্যমন্ত্রী

 জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা নয়: খাদ্যমন্ত্রী

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অংশ নিলেও তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। কারণ তার কর্মকাণ্ড কখনও মুক্তিযোদ্ধার স্বপক্ষে ছিল না বলে আমি মনে করি। জিয়াউর রহমান ৭১’র চেতনাকে ভুলণ্ঠিত করেছে।
এ সময় তিনি আরো বলেন, যারা ৭ই মার্চকে শিকার করে না, শ্রদ্ধা করে না, তারা স্বাধীনতা বিরোধী। যারা বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে সমালোচনা করে তারা কখনও দেশের মঙ্গল চায় না। ইতিহাস স্বাক্ষী দেয় বঙ্গবন্ধুকে হত্যা করার পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি শুরু হয়। গতকাল বুধবার বিকেলে মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক ৭ই মার্চ,বঙ্গবন্দু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে ও মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মো: শাহীন সরদারের পরিচালনায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং হোটেল সলিলের হল রোমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি আরো  বলেন, ৭১’র চেতনাকে সরিয়ে জিয়াউর রহমানের অনুকরণীয় পথেই খালেদা জিয়া চলছেন।  জিয়া উর রহমান মুক্তিযুদ্ব করেছেন সেটা আমি স্বীকার করি না।  কারণ জিয়াউর রহমান বলেছিলেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে অনুপ্রানিত হয়ে তিনি মুক্তিযুদ্বে ঝাপিয়ে পড়েছিলেন। তিনি ক্ষমতায় এসে মুক্তিযুদ্বের ইতিহাস বিকৃতি করেছেন। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রত্যায় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভার প্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুল, যুগ্ন আহবায়ক রাশেদ বাদল, বীর মুক্তিযুদ্বা শওকত হোসেন পান্না,  মালয়েশিয়া আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক এ কামাল চৌধুরী,  হাফিজুর রহমান ডাবলু, হুমায়ূন কবির, আলমগীর হোসেন, শাখাওয়াত হক জোসেফ, শাখাওয়াত হোসেন,  তাজুল ইসলাম মান্না, শফিকুর রহমান চৌধুরী, এ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান , জহুর বারু আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আহমেদ, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম আমিন প্রমূখ।
১০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে