মেহেদী হাসান মুন্না, জার্মান প্রতিনিধি: জার্মানির হ্যানোভার শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিট-২০১৬। অর্থনৈতিক কর্মকাণ্ড ও কাঠামোকে ডিজিটাল করে কীভাবে আরও সহজ ও বাস্তবসম্মত করা যেতে পারে, সেসবের উপস্থাপনা দেখানো হয় এই তথ্যপ্রযুক্তি মেলা । পাঁচ দিনের এ মেলা শুরু হয়েছে ১৪ মার্চ। শেষ হবে ১৮ মার্চ।এই মেলায় প্রথমবারের মত অংশ বাংলাদেশ । সজীব ওয়াজেদ জয় ছাড়াও তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে বাংলাদেশী প্যাভিলিয়ন ছাড়াও ১০ টি স্টল অংশ নেন।এর আগে সজীব ওয়াজেদ জয় মেলায় ফিতা কেটে বাংলাদেশী প্যাভিলিয়নের উদ্বোধন করেন এবং দেশী ওবিদেশী বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।
জার্মান আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠন এর নেতা কর্মীগণ উপস্তিত ছিলেন । আরও উপস্তিত ছিলেন ইউরোপ এ অবস্তানরত আওয়ামীলীগ এর নেতাকর্মী বৃন্দ এর মধ্যে হল্যান্ড , সুইডেন , বেলজিয়াম , পর্তুগাল , ফ্রান্স , ইটালি ।সন্ধ্যায় জাতির পিতার দোহিত্রিও এবং মানোনীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান জনাব সজীব ওয়াজেদ জয় কে এক বিশাল গণ সংবর্ধনার আয়জন করে জার্মান আওয়ামীলীগ ।জার প্রধান অতিথি ছিলেন সজীব ওয়াজেদ জয় এবং বিশেষ অতিথি ছিলেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক । সভাপতিত্ব করেন জার্মান আওয়ামীলীগর সভাপতি বশুরুল আলম সাবু ও অনুষ্ঠান পরিচালনা করেন জার্মান আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ ।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জার্মান আওয়ামীলীগ এর উপদেশঠা জনাব মণি হাইদার, সহ সভাপতি ইয়উনুস খান , জিল্লুর রাহমান , সাইফুল ইসলাম , জার্মান আওয়ামীলীগ এর জুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পুলক, সাংগঠনিক সম্পাদক জনাব আব্বাস এবং বেলজিয়াম আওয়ামীলীগর সভাপতি বজলুর রাশিদ বুলু ।
প্রবাসী বাঙালি এবং জার্মান আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠন এর মধ্যে নরদ রাইন ভেস্তফালেন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুন্না সজীব ওয়াজেদ জয় কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মুনশেন আওয়ামীলীগর সভাপতি রাসেল মাহমুদ এর নেতৃতে নেতা কর্মীগণ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে । ইউরোপ এ অবস্তানরত আওয়ামীলীগ এর নেতাকর্মী বৃন্দ এর মধ্যে হল্যান্ড আওয়ামীলীগর জুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ খান এর নেতৃতে নেতা কর্মীগণ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন । পর্তুগাল আওয়ামীলীগ এর জুগ্ন সাধারণ সম্পাদক জনাব বাব্লু । পরে ছাত্রলীগ যুবলীগ এর নেতাকর্মী গণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান
১৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস