প্রবাস ডেস্ক : আফগানিস্তানে দুই বাংলাদেশিকে অপহরণ করেছে একদল বন্দুকধারী। অপহৃত দু'জন বাংলাদেশি বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্মকর্তা। এরা হলেন, প্রধান প্রকৌশলী শওকত ও হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম।
আফগানিস্তানে ব্র্যাকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কুন্দুজ এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত দু'জনের বাড়িই পাবনা জেলায়।
জানা গেছে, কুন্দুজ থেকে বাগলান যাওয়ার পথে অস্ত্রের মুখে গাড়ি একদল বন্দুকধারী তাদের অপহরণ করে নিয়ে যায়। আনোয়ার হোসেন জানান, ‘আমরা ইতিমধ্যে স্থানীয় পুলিশ ও ইন্টেরিওর মিনিস্ট্রিকে জানিয়েছি। তারা কিছু স্টেপস নিয়েছে। ওই গাড়ির ড্রাইভার এবং আরও একজন আফগান ছিল- তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
এদিকে এই অপহরণের সঙ্গে দেশটির তালেবান জঙ্গিরা জড়িত কি না- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ব্র্যাকের ওই কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ।
ঢাকায় ব্র্যাকের কমিউনিকেশনস লিড রনি মির্জা জানান, ‘কুন্দুজে ফিল্ড ভিজিট শেষে ফেরার পথে শওকত ও সিরাজুল অপহৃত হন বলে আমরা খবর পেয়েছি’।
১৮ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন