মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসার লেভি (কর) পূণনির্ধারণ করেছে দেশটির সরকার। নতুন এ লেভির বিষয়টি সম্প্রতি মালয়েশিয়ার মন্ত্রীসভায় অনুমোদিত হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্র সচিবের বরাত দিয়ে গতকাল (১৮মার্চ) এ খবর প্রকাশ করে মালয়েশিয়ায় পত্রিকাগুলো।
এতে বিদেশি শ্রমিকদের দুই ক্যাটাগরিতে ভাগ করে লেভি পূণনির্ধারণ করে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রাণলয়।
এরমধ্যে ক্যাটাগরি এক এ রাখা হয়েছে সার্ভিস সেক্টর, কন্সট্রাকশন ও ম্যানুফেকচারিং। এর নির্ধারণ করা হয়েছে লেভী ১৮৫০ রিংগিত। ক্যাটাগরি দুই এ রাখা হয়েছে প্লান্টেশন ও এগ্রিকালচার। এর লেভী ৬৪০ রিংগিত।
পূণনির্ধারিত লেভি পর্যালোচনা করে দেখা যায়, কন্সট্রাকশন ও ম্যানুফেকচারিং বিভাগের শ্রমিকদের লেভী আগের চেয়ে ছয়শ রিংগিত বেড়েছে। অর্থাৎ ১২৫০ রিংগিত থেকে বেড়ে হয়েছে ১৮৫০ রিংগিত এবং এগ্রিকালচারে দুইশ তিরিশ রিংগিত বেড়ে ৪১০ থেকে হলো ৬৪০ রিংগিত। প্লান্টেশনে ষাট রিংগিত বেড়ে ৫৮০ থেকে হলো ৬৪০ রিংগিত। সার্ভিস সেক্টরে লেভী আগের মতই ১৮৫০ রিংগিত আছে।
১৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস /কেএস