প্রবাস ডেস্ক : বাংলাদেশের টাইগার পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে সাময়িক নিষিদ্ধ করার প্রতিবাদে ঝড় বইছে সৌদি আরবে। আইসিসির এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
রোববার রাতে রিয়াদের বাথাস্থ আল মারজান হলরুমে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। এতে বক্তারা বলেন, টোয়েন্টি-টোয়েন্টিতে বাংলাদেশ যখন পেছনে পড়েও ঘুরে দাঁড়ানোর অভ্যাস রপ্ত করছে, ঠিক তখনই দলের দুই সেরা বোলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বাংলাদেশকে নিয়ে এই ‘ঘৃণ্য ষড়যন্ত্রের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ আবুল বশির। সভা সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহন।
২১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস