প্রবাস ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আজ একযোগে চালানো তিনটি সন্ত্রাসী বোমা হামলায় নিহতের সংখ্যা তিরিশ ছাড়িয়ে গেছে, আহত হয়েছে আরাে বহু মানুষ আহত হয়েছেন। ব্রাসেলসের প্রধান বিমান বন্দর এবং একটি মেট্রো স্টেশনকে টার্গেট করে এই হামলা চালানো হয়।
পুলিশ বলছে, বিমানবন্দরে চালানো বোমা হামলাগুলোর মধ্যে অন্তত একটি ছিল আত্মঘাতী। ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত একটি ওয়েবসাইটে এই হামলা তাদের কাজ বলে দাবি করা হচ্ছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল আজকের দিনটিকে বেলজিয়ামের ইতিহাসের এক কালো দিন বলে বর্ণনা করেছেন। বেলজিয়ামে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
ব্রাসেলস বিমান বন্দরে আজকের এই বোমা হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন মিসেস সুলতানা নাজমা ইসলাম।
আজ সকালে বাংলাদেশে যাওয়ার জন্য বিমান বন্দরে পৌঁছানোর খানিক পরই তিনি এই বোমা হামলার মুখে পড়েন। ব্রাসেলস থেকে তিনি বোমা হামলার ওই সময়ের বর্ণনা দিয়েছেন।-বিবিসি
২২ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই