বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬, ০২:২৭:১৭

‘হ্যাঁ, ভারতের মাটিতে বসেই চাইছিলাম বাংলাদেশ জিতুক’

‘হ্যাঁ, ভারতের মাটিতে বসেই চাইছিলাম বাংলাদেশ জিতুক’

সিদ্ধার্থ সিধু : টান টান উত্তেজনাপূর্ণ খেলা, ছোট্ট একটা ভুলের কারণে ম্যাচটি হাত ছাড়া বাংলাদেশের। ভাগ্যদেবী ও দিনটি ভারতের ছিল বলে শেষ হাসিটা হেসেছেন ধোনি। কিন্তু এই রকম উত্তেজনাপূর্ণ খেলা আর কবে দেখেছে, তা হয়ত ঠিক করে বলতে পারবে না ক্রিকেট ভক্তরা। এই উত্তেজনাপূর্ণ খেলাটি দিল্লীতে বসে উপভোগ করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। খেলা শেষে নিজের ফেসবুকে জানিয়েছেন তার মনোভাব সম্পর্কে।

এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন লেখেন, আজ বাংলাদেশ জিততে জিততে হেরে গেল। আর ভারত হারতে হারতে জিতে গেল। খেলায় এরকম আনএক্সপেক্টেড জিনিস হামেশাই ঘটে। তবে খেলাটা আগাগোড়া উপভোগ করেছি, উত্তেজনার একটুও কমতি ছিল না। আমি খুব চাইছিলাম বাংলাদেশ জিতুক। হ্যাঁ ভারতের মাটিতে বসেই চাইছিলাম। বাংলাদেশ যখন হারছিল, স্টেডিয়ামে সারা শরীরে রং লাগিয়ে বাঘ সেজে বসা ছেলেটি আর তার বন্ধুগুলো হাউমাউ করে কাঁদছিল, দেখে বড় মায়া হচ্ছিল আমার। হারলেও ভারতকে রীতিমত ভয়ে কাঁপিয়ে দিয়ে হেরেছে বাংলাদেশ। এটাই বাঁচোয়া।

২৪ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে