রনি মোহাম্মদ, (লিসবন,পর্তুগাল) থেকে: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সংগ্রামময় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জনের দিন। এই দিন থেকে লেখা শুরু হয়েছিল এক অমর মহাকাব্য, যার নাম ''বাংলাদেশ''। ১৯৬৯ গন অভ্যুথান, আইয়ুব শাহীর পতন, ১৯৭০ নির্বাচন, ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষন, ২৫শে মার্চ ১৯৭১ পাকি হানাদার বাহীনির হত্যাযজ্ঞ চালানো আর ২৬ শে মার্চ মেজর জিয়ার স্বধীনতার আহবানে মুক্তিযুদ্ধ শুরু, ৯ মাসের যুদ্ধ, ১৬ ই ডিসেম্বর ১৯৭১ মুক্ত স্বাধীন রক্তে ভেজা বাংলাদেশ।
আর মুক্ত স্বাধীন বাংলাদেশের সেই সকল মহাকাব্যর রচিতা শহীদ বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে ২৬ শে মার্চ রাত ১২.০১ মিনিটে দিবসের প্রথম প্রহরে পর্তুগালের লিসবন শহীদ মিনারে শ্রদ্ধার মিছিলে পর্তুগাল আওয়ামীলীগ, বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগাল, পর্তুগাল প্রবাসী সাংবাদিক ফোরাম, 'প্রবাস কথা' পাঠক ফোরাম সহ পর্তুগালের বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা ফুলের শুভেচ্ছায় স্মরণ করেছেন স্বাধীন বাংলার শহীদ বীর সন্তানদের।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস