শনিবার, ২৬ মার্চ, ২০১৬, ০৩:৪৭:২৩

‌‌'গণতন্ত্র পুনরুদ্ধার করাই স্বাধীনতা দিবসের একমাত্র শপথ'

‌‌'গণতন্ত্র পুনরুদ্ধার করাই স্বাধীনতা  দিবসের একমাত্র শপথ'

প্রবাস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদিআরব  শাখার উদ্দোগে মহান স্বাধীনতা দিবস  উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৌদিআরব এর প্রাণকেন্দ্র জেদ্দায়  সৌদিআরব বিএনপির আহবায়ক আহমদ আলী মুকিবের সভাপতিত্বে  ও সদ্যস সচিব নজরুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান ।

সভাপতির  বক্তব্যে সৌদিআরব বিএনপির আহবায়ক আহমদ আলী মুকিব বলেন, যেদিন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং স্বৈরতন্ত্রের কবল থেকে যেদিন দেশবাসী মুক্তি পাবে সেদিনই হবে স্বাধীনতার প্রকৃত অর্জন। মুক্তিযোদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে যে অগনতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছে তা থেকে জাতিকে মুক্ত করাই আজকের স্বাধীনতা  দিবসের একমাত্র শপথ।
মুকিব বলেন, বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের আজ কারাগারে দিনানিপাত করছে ইনশাল¬াহ জনগণের আন্দোলনের মুখে এই সরকারকে গণতন্ত্রের পথে আসতে বাধ্য করার মধ্যেদিয়ে আমরা স্বাধীনতা দিবসের মর্যাদা অর্জন করিব। শহীদ জিয়া স্বাধীনতার ঘোষনার মধ্যে দিয়ে যে স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছিল আজ কের এই মহান স্বাধীনতা  দিবসে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদানের প্রতি আমাদের শ্রদ্ধা রহিল।

মুকিব আরোবলেন , দেশ স্বাধীনের ৪৪ বছর পরেও মুক্ত পরিবেশে স্বাধীনতা  দিবস পালন করা যাচ্ছে না। কারন আজও আমরা পূর্ণ স্বাধীনতা পাইনি। এ জন্য আরেকটি যুদ্ধ প্রয়োজন। সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই যুদ্ধে বিজয়ী হয়ে স্বাধীনতার পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা হবে।
২৬ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে