রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ১০:০৫:৪৩

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের স্বাধীনতা দিবস পালন

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের স্বাধীনতা দিবস পালন

শামছুজ্জামান নাঈম, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

শনিবার সকালে সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে দুতাবাসে শুরু হয় এ অনুষ্ঠানের।

কোরআন তিলাওয়াত, মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও দোয়ার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দূতাবাসের কর্মকর্তা মো শফিকুল ইসলাম।

দূতাবাসের প্রথম সচিব মুশাররাত জেবিনের সঞ্চালনায় হাইকমিশনের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ করেন ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, রাজনৈতিক সচিব রইচ হাসান সারোয়ার, প্রথম সচিব এসকে শাহিন ও দ্বিতীয় সচিব তাহমিনা সুলতানা।

শহীদুল ইসলামের বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয় স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠান।
২৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে